কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ধান চাউল সংগ্রহের উদ্বোধন
কামরুল হাসান:
কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ২০২৪-২৫ মৌসুমে ধান চাউল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর সদরের তুলশীডাঙ্গা খাদ্য গুদামে ফিতা কেটে ওই ধান- চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (দায়িত্বপ্রাপ্ত) আশরাফুজ্জামান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক শিবু ঘোষ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, এম এ সাজেদ, সিরাজুল ইসলাম, আজগর আলী, মিলার অহিদুজ্জামান, আব্দুল হাকিম, সাইদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এই মৌসুমে কলারোয়াতে ৭৪৮ মেট্রিক টন ধান এবং ৬২১ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান নিশ্চিত করেন।