আশাশুনি ইউএনও’র সাথে শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সাথে উপজেলা আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি ও সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, সেক্রেটারী বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ, সহ-সভাপতি আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, দপ্তর সম্পাদক সহকারী শিক্ষক আবুল ফজল পলাশ, কোষাধ্যক্ষ সহকারী শিক্ষক আল আমিন, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী, প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আতাউর রহমান প্রমুখের উপস্থিতিতে সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ সংগঠন পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করেন। ইউএনও কৃষ্ণা রায় তার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী উপস্থিত ছিলেন।