বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধের হুমকি

ডেস্ক রিপোর্ট;সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।সোমবার বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর পেট্রোপোলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুমকি দেন।
শুভেন্দু অধিকারী বলেন, আজকে সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে পাঁচ দিন স্থলবন্দর বন্ধ থাকবে। তারপর ২০২৫ সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু-পেঁয়াজ কী করে যায়, তা আমরা দেখব। আমাদের নাম ভারতবর্ষ।তিনি আরো বলেন, কলকাতায় একদিনে যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন। পাঙ্গা নিতে আসবেন না।মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বিজেপির এই নেতা বলেন, ১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।সমাবেশে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, যখন শেখ হাসিনাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদ চলছিল, সেইসময় আক্রান্তদের পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দায়িত্ব ঠেলছেন তিনি।পরে নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতো আধ্যাত্মিক নেতাদের গ্রেফতার, হিন্দুদের ওপরে লাগামহীন অত্যাচার এবং বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ভিক্ষু, ইসকনের ভক্ত এবং সাধারণ সনাতনী মানুষ জড়ো হয়েছিলেন। আমরা দাবি করছি, প্রতিবেশী দেশ এবং এটির অন্তর্বর্তী সরকারকে অবশ্যই হিন্দুধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমের ছড়ানো গুজবের জেরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। এ হামলার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্র-জনতারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)