১৩ই ডিসেম্বর খুলনায় গণসংহতি আন্দোলনের গণসংলাপ প্রচারে এগিয়ে নেতাকর্মীরা
শ্যামনগর প্রতিনিধি:
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন এই প্রচারণায়,১৩ ডিসেম্বর গণসংলাপ সফলে শ্যামনগর, খালিশপুর ও অভয়নগরে গণসংহতি’র সভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীবৃন্দ।ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার গণসংলাপ সফলের লক্ষ্যে আজ ২ডিসেম্বর সোমবার গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলার শ্যামনগর, খুলনা জেলার খালিশপুর শিল্পাঞ্চল ও যশোর জেলার অভয়নগর উপজেলায় মতবিনিময় সভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। আজ বিকেলে সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় গণসংযোগ ও প্রচাপত্র বিতরণ কা হয়। এ এলাকায় গণসংযোগের নেতৃত্ব দেন, গণসংহতি আন্দোলন, শ্যামনগর উপজেলা সংগঠক সাংবাদিক জি,এম আলফাত হোসেন।
এদিকে বিকেল ৩টায় খুলনা জেলার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুটমিল গেট, খালিশপুর জুটমিল গেট ও মিল সংলগ্ন ময়দানে বিপুল সংখ্যক নারী-পুরুষ-ছাত্র-পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও পাটকল শ্রমিকদের মাঝে ব্যাপক গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। বিকেল সাড়ে ৩টায় খালিশপুর জুটমিল গেট চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, খালিশপুর থানা কমিটির আহবায়ক মোঃ মোশারেফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিব্এি সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নূর মোহাম্মদ, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা শামসুল আলম সামসু প্রমুখ।মতবিনিময় সভায় জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল বলেন, ফ্যাসিবাদী শাসেেকর পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বিদ্যমান। দেশে বাজার সিন্ডিকেট বর্তমান সরকার ভাঙ্গতে পারেনি। বাজার নিয়ন্ত্রণে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক নাজুক অবস্থা। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে গেলে পুরাতন বন্দোবস্তের বদলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন জরুরী। এব্যবস্থা বাস্তবায়নে সকল স্তরের জনগণ ও রাজনৈতিক, গণতান্তিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
অন্যদিকে যশোর জেলার অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজার, সিঙ্গেড়ী বাজার, বাণীপুর বাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন, গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম ও সদস্য সচিব সামস সারফিন সামন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক, আবদুর রাজ্জাক, শিক্ষার্থী মাহিন।
Please follow and like us: