কুল্যায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষায় মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উত্তরণের ফিল্ড অফিসার রহিমা খাতুন ও ভলেন্টিয়ার বন্যা আক্তার মুন্নির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী।
সভায় যুবদল নেতা ফিরোজ আহমেদ জজ, এড. দেবাশীষ মুখার্জী, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, আবু সাঈদ, ব্যবসায়ী আবুল কাশেম, কুল্যার মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ তাজ, শিক্ষক সিরাজুল ইসলাম, নিতাই কর্মকার, মাওঃ ওবাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে ফিরোজ আহমেদ জজ-কে সভাপতি ও ডাঃ তাজ-কে সাধারণ সম্পাদক করে উত্তরণের ইউনিয়ন কমিটি গঠন করা হয়।