দেবহাটায় ১শ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারী আটক
দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ১শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।রবিবার (১ডিসেম্বর) সকালে দেবহাটার দরগাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দেবহাটা এলাকার সামাদ গাজীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩১),ও ধোপাডাঙ্গা এলাকার আলম বারী গাজীর ছেলে মোঃ আল আমিন (২৫)।
দেবহাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ হযরত আলি জানান, মাদক পাচারের খবর পেয়ে দেবহাটার দরগাবাড়ি জামে মসজিদের পাশে থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় সেখানে রাস্তার উপর থেকে ১শত বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করে।
তিনি আরো জানান, এঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-০১।
Please follow and like us: