আমরা দূনীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই —ডা.শফিকুর রহমান

নিজস্ব  প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শোষক গোষ্ঠি বর্তমান দেশকে স্বাধীন মনে করেনা। অতীতে  তারা মানুষকে খুন করেছ,গুম করেছে  সম্পদ লুন্ঠন করেছে তারা মানুষকে কৃত দাসে পরিনত করেছে।সবচেয়ে খারাপ অবস্তা ছিল সাতক্ষীরায়।দূনিয়াতে  তাদের বিচার না হলেও আখিরাতে হবে। আমরা দূনীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলদেশে দেখতে  চাই যেখানে শিক্ষা শেষে কেউ ঘরে বসে থাকবেনা। যেখানে কোন বেকার থাকবে না। শিক্ষার নামে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবেনা।মানুষ যদি মানুষ না হয় তাহলে সেই শিক্ষা দিয়ে কি লাভ? তিনি আরো বলেন, বাংলাদেশে শুধু মুসলিম বাস করে না হিন্দু খিষ্টান বৌদ্ধ সকলে  বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদে পাহারা দেওয়া লাগবেনা মন্দিরে পাহারা দেওয়া লগবেনা। সবধর্মের অনুসারীরা নিরাপর্তার সাথে তাদের  পালন করতে পারবে। আমাদের দেশটি সাম্প্রতির দেশ এখানে আমরা এই সম্পতি নষ্ট করতে দেবনা। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। এছাড়া সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।
ডাক্তার শফিকুর রহমান বলেন,কয়েক হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে । এই যে ২৪স্বাধীনতা এসেছে তা এমনি এমনি আসেনি। বিগত দিনের খুনির কাছে গিয়ে দেশটা পথ হারিয়ে ছিল। এখানো চারিদিকে শকুনের ঘোরাফেরা করছে। এজন্য সকলকে  ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে । শনিবার (৩০নভেম্বর) দুপুরে  সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে  একথা গুলো বলেন,বাংলাদেশ জামায়ত ইসলামের আমির  ডা.শফিকুর রহমান। জেলা জামায়ত ইসলামীর আমির উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলেন বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়ত ইসলামের কেন্দ্রীয়  সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সূরা সদস্য মুহাদ্দিস আব্দুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম,সহ-সভাপতি আল মামুন প্রমূখ।
উল্লেখ্যঃ এর আগে ডা.শফিকুর রহমান  শুক্রবার রাতে  যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে এসে সাতক্ষীরায় সার্কিট হাউজে অবস্তান করেন।এরপর শনিবার সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে রোকন সম্মলন শেষ করেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)