শিক্ষার্থীদের রাস্তায় না নামার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
অনলাইন ডেস্ক:
শিক্ষার্থীদের রাস্তায় না নামার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের জরিপ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ঢাকায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়ক অবরোধ, সংঘর্ষ না করে তাদের দাবিগুলো আমাদের সাথে আলোচনা করলে এতে সমস্যা হতো না।’
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসব কলেজের ছাত্র প্রতিনিধি আছে, শিক্ষক প্রতিনিধি আছে, তারা আমাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা কঠোর কীভাবে হব, তারা তো আপনার-আমার সন্তান।’ এসময় তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, তারা যেনে রাস্তায় না নামেন।
কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে উপদেষ্টা বলেন, ‘এবার কৃষকদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। সার-বিজ এসবের কোনো সংকট নাই। কৃষকেরা যাতে তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পান সেটা আমরা নিশ্চিত করব।’
এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়াসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।