দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান সংশোধনের প্রস্তাব দিল বিএনপি
অনলাইন ডেস্ক:
দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ এবং উপ-প্রধানমন্ত্রী পদের প্রস্তাব রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেত্বতে ২ সদস্যের একটি প্রতিনিধি দল।
সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে ও তত্ত্বাবধায়ক ব্যাবস্থা ফিরিয়ে আনা এবং উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণসহ অনেকগুলো বিধানের দাবি করে প্রস্তাব রয়েছে।
সংবিধান সংস্কার কমিশন জানায়, তাদের অফিসিয়াল ওয়েব সাইটে এখন পর্যন্ত ৪৭ হাজার সাধারণ মানুষ তাদের প্রস্তাব ও মতামত দিয়েছে। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ, ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মত বিনিময় ও আলোচনা করেছে কমিশন। কমিশন এখন সবার মতামতগুলো যাচাই বাছাই বা বিশ্লেষণ করছে।