ডুমুরিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভূত্থানে আহত ও শহীদদের স্মরণে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ডাঃ কাজল মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আবদুল্লাহ বায়েজিদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সটেক্টার মোঃ মনির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওঃ ইমরান হুসাইন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মাকসুদুল, শেখ কামরুল হাসান, মোঃ সাব্বির, সজল, সাদ্দাম মোল্লা, শেখ জিয়া, মাহমুদুল ইসলাম, মোঃ মেহেদী, শেখ রোজওয়ান প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিম মাওঃ ফকরুল হাসান।