সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আটলক্ষ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, বাকাল চেকপোষ্ট, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব জব্দ করা হয়।সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, গোপন সংবাদ পেয়ে শ্রীরামপুর এলাকা থেকে ৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সাথে ছয়ঘরিয়া থেকে ৪ বোতল ভারতীয় মদ, কলারোয়ার ফুলতলা থেকে ১০ বোতল ভারতীয় মদ, শ্রীরামপুর থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, লক্ষীদাড়ী থেকে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী
জব্দ করা হয়।এছাড়া বাকাল চেকপোষ্ট থেকে ২১,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী, ছয়ঘরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ কেড়াগাছি থেকে ৩,৮৪,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ ও ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিনি ও মাদরা এলাকা থেকে ১,৪০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।তিনি আরো জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সর্বমোট ৭,৭৩,৫০০/- (সাত লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। উদ্ধাকৃত মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)