বোনদের জমি দখল না দিতে পারায় সীমানা ভাংচুর ও হত্যার হুমকি ভাইয়ের
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ফিংড়িতে বোনদের জমির দখল না দিতে সীমানা ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় একটি জিডি করেছে ভূক্তভোগী ওই বোন। বোন আমিনা এ প্রতিনিধিকে জানায়, সদর উপজেলার দক্ষিণ ফিংড়ির শেখ পাড়া এলাকার মৃত. শেখ হাবিবুর রহমানের তিন ছেলে, তিন কন্যা সন্তান ও স্ত্রী রেখে তিনি মারা যান। মৃত্যুর পর তিন বোনের মধ্যে আমিনা ও ফেরদৌসির ওয়ারেশ এবং ক্রয়সূত্রে আট স্থানে ৫৬ ও ৮ শতক মোট ৬৪ শতক জমির সীমানা নির্ধারণ করা ছিল। সেখানে তারা ওই জমি ভোগ দখল করছিল। কিন্তু হঠাৎ করে আমিনার ভাবী চাঁদ সুলতানা ভাইপো আরিফুর রহমান (৪২), শেখ আজমির রহমান ((৩৫), চাঁদ সুলতানার ভাই কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকার মৃত. মুন্সি আজহারুল হকের ছেলে মুন্সি মনিরুল ইসলাম (৬০) ও ভাই শেখ কবিরুল ইসলাম ওই জমির বিভিন্ন গাছ ও জমির দখল না দেওয়ার উদ্দেশ্যে হত্যাসহ হুমকি-ধামকি দিতে থাকে। এঘটনায় তাদের নিরাপত্তা রক্ষার্থে সদর থানায় একটি জিডি করেন। এছাড়া সোমবার সকালে আমিনা দেখতে পায় তাদের বোনদের জমির ঘেরাবেড়া ও সীমানা নির্ধারণের খুঁটি তুলে ভেঙ্গে সমান করে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। এঘটনার বিচার দাবী করে আমিনা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ব্র²রাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।