ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৫ সালের এস.এস.সি বার্ষিক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৫ সালের এস.এস.সি বার্ষিক/নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ’র সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ছাত্র জীবনে সফল হতে গেলে প্রথমে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। কঠোর সাধনা ও পরিশ্রম ব্যথীত কখনোই ভালো ফলাফল করে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো যায়না। সফলতার জন্য ছাত্রজীবনে অধ্যাবসায়ের বিকল্প নেই। তোমরা ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় সফলতার সাথে ভালো ফলাফল করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও পিতা-মাতার মুখ উজ্জল করবে ইনশাল্লাহ।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আক্তারুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।