কালিগঞ্জে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে প্রবাসীর পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুট
হাফিজুর রহমান: চেতনা নাশক স্প্রে ছিটিয়ে সেলিনা বেগম নামে এক দুবাই প্রবাসী সহ বাড়ির সদস্যদের অজ্ঞান করে একটি দুর্ধর্ষ চোর চক্রের সদস্যরা নগদ ৫০ হাজার টাকা ১১ ভরি স্বর্ণ সহ বহু মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ২৩ নভেম্বর গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে দুবাই প্রবাসী সেলিনা বেগমের বাড়িতে ।প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে না ওঠায় চাচি সাহিদা বেগম দরজা খোলা দেখে ভিতরে যেয়ে ঘর এলোমেলো অচেতন অবস্থায় দু,জনকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা দু,জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।বর্তমান কলি যোগা গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী সেলিনা বেগম( ৪৫ )এবং একই গ্রামের ফরিদ আহমেদের কন্যা রুবিনা বেগম (১৫) কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার খবর পেয়ে বেলা ১১ টার সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।প্রবাসীর পুত্র নাঈম হোসেন সাংবাদিকদের জানান সে সহ তার ভাই বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে ছুটিতে বাড়িতে এসে সে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় গতকাল সকালে ফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখে তার মা এবং প্রতিবেশী রুবিনা কালীগঞ্জ হাসপাতালে ভর্তি আছে ।তিনি আরো জানান শুক্রবারের রাতের কোন এক সময় চোর চক্রের সদস্যরা প্রথমে পাইপের সাহায্যে দ্বিতীয় তলায় উঠে সিঁড়ির ঘর দিয়ে নিচে প্রবেশ করে স্প্রে ছিটিয়ে সবাইকে অজ্ঞান করে নগদ ,৫০ হাজার টাকা ৩ জোড়া হাতের রুলি ৪ টি চেন ৪ জোড়া কানের দুল ,৮ টি আংটি সহ ১১ ভরি স্বর্ণ এবং মূল্যবান কাপড়-চোপড় নিয়ে গেছে।