তালায় কপোতাক্ষ নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
Post Views:
১৬৩
জহর হোসেন সাগর ঃ তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার কপোতাক্ষ নদী থেকে রাবেয়া বেগম নামে(৭০)এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীর ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । নিহত বৃদ্ধা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।গত মঙ্গলবার সকালে নিখোঁজ হন তিনি।নিহতের ছেলে আব্দুর রহিম বলেন,গত মঙ্গলবার(১৯ নভেম্বর)বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম।তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামজিক যোগাযোগ মাধ্যম ,মাইকিংসহ আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করে সন্ধ্যান মেলনি তার। শুক্রবার সকালে ফেসবুকে দেখি যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে তাই ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ। তিনি আরো বলেন, মায়ের মুখমন্ডল দেখে চেনার উপায় নেই শরীর ও ফুলে গেছে।তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি,হাতে রবারে চুরি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে তখন শিওর হয়েছি ।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।