ডি.বি ইউনাইটেড হাইস্কুল একদিন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় জেলার শীর্ষে অবস্থান করবে ইনশাআল্লাহ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিস কক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে ডি.বি ইউনাইটেড হাইস্কুল শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে পাঠদান করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশ, সুধী সমাবেশ ও শিক্ষকদের সাথে নিয়মিতভাবে করা হয়। বিদ্যালয় এর পক্ষ থেকে সুধীজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতামতের প্রতিও গুরুত্ব দেয়া হয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। সকলের প্রচেষ্টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ভালো ফলাফলসহ সামগ্রিক দিক দিয়ে একদিন জেলার শীর্ষে অবস্থান করবে ইনশাআল্লাহ। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলাম।বিশেষ অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরেগী শেখ আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত কিরণ সাহা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক ইংরেজি মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, মাওলানা মো. মহসিন উদ্দিন, মো. আবুল হাসান, সহকারি শিক্ষক মুকুল হোসেন, রমেশ চন্দ্র দাস, ফয়জুল হক বাবু, মিলন কুমার কবিরাজসহ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।