জেলায় সাফজয়ী তিন নারী ফুটবলারদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:
সাফজয়ী সাতক্ষীরার তিন নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের আয়োজনে জেলার শিল্পকলা একাডেমিতে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাছুরা পারভিন ও ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তিকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, প্রান্তির বাবা খন্দকার প্রিন্স,
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফঈদা খন্দকার প্রান্তি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম ,মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামীতে যাতে সাবিনা মাছুরা আফাঈদার মত আরো দলে বেশী করে খেলতে পারে সেজন্য জেলা প্রশাসক সহ সাতক্ষীরা বাসীকে এগিয়ে আসতে হবে। আজ আমরা সংবর্ধনা পেতে আসছি আগামীতে আমরা যাতে তাদের সংবর্ধনা দিতে পারি সে জন্য সকলকে চেষ্টা করতে হবে।
ডিফেন্ডার মাছুরা পারভিন বলেন,আমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার তাই করবো।
ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,এভাবে পূরস্কৃত করলে আমরাসহ অনেকে অনুপ্রানীত হয়।সরকার যদি সাতক্ষীরা জেলায় একটি মহিলা স্টেডিয়াম বানিয়ে দেয় এখান থেকে আরো কৃতি ফুটবলারের জন্ম হবে।
সংবর্ধনা শেষে জেলা প্রশাসক তিন নারী ফুটবলারদের ১ লক্ষ টাকা করে পুরস্কার তুলে দেন।