ডুমুরিয়ায় গোলনা-মির্জাপুরসহ ৭ বিলের পানি নিষ্কাশনের লক্ষে জরুরী সভা
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় গোলনা, মির্জাপুর, খলসী, হাজিডাঙ্গা, উখড়াসহ ৭টি বিলের পানি নিষ্কাশনের লক্ষ্যে গতকাল সোমবার বিকালে জরুরী এক সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এসময়ে উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান শেখ, সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, তোজাম্মেল হোসেন খান, শেখ শাহিনুর রহমান, রকিব খান, শফিকুল ইসলাম, খান, আবুল কালাম খান, শওকত শেখ, সরোয়ার মোড়ল, প্রভাষ মন্ডল, প্রশান্ত জোদ্দার, আসলাম খান, আনিছুর রহমান শেখ, আবুল হাসান খান, হবি খান, এনামুল খান, রিপন হালদার প্রমুখ।সভায় আগামী এক সপ্তাহের মধ্যে গোলনা বাহাদুরপুর খাল খনন ও সেচযন্ত্র স্হাপনের ঘর নির্মাণসহ বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ পাম্প চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। এরআগে বিকাল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন গোলনা সেচ পাম্প বসানো স্হান সরেজমিনে পরিদর্শন করেন।