গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৪
আন্তজার্তিক ডেস্ক: গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে পাঁচতলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তরাঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, অবিমান গুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে, জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযান বেইত লাহিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়ায় এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৩ জন শিশু।গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৭০০ জন। আহত লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।