কলারোয়ায় প্রধান শিক্ষক বিলকিস বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা
কামরুল হাসান: কলারোয়ায় ২৩ নং ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানুর দীর্ঘ কর্মজীবনের অবসরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে শিক্ষকমন্ডলীর আয়োজনে স্কুল প্রাঙ্গনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক বিলকিস বানু। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আরশাদ আলী, প্রধান শিক্ষক মুজিবর রহমান, কোমরপুর সর:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিংগা সর: প্রাথ : বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাঁকন, শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবক শিক্ষক আব্দুস সামাদসহ শিক্ষক- কর্মচারীবৃন্দ, অভিভাবক, সুধি ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা, ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক বিলকিস বানুর স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, তিনি এই প্রতিষ্ঠানে ছিলেন একজন দক্ষ অভিভাবক ও প্রশাসক। তিনি দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের সাফল্যে শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর অবসরজনিত বিদায় পরবর্তী সময়ে পরিবারের সাথে সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত হউক এই প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথিকে বিদায় সংবর্ধনা মানপত্র, স্মারক সম্মান ও উপহার সামগ্রীসহ ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত করা হয়।