কালীগঞ্জে শুইলপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষীকা মনিরা জাহানের বরখাস্তের দাবিতে মানববন্ধন
হাফিজুর রহমান :প্রায় ৩ বছরের অধিক সময় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে শুইলপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষিকা মনিরা জাহানের বরখস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের ৭০ নং শুইলপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এলাকাবাসীর আয়োজনে গত (১৭ নভেম্বর) রবিবার বেলা ১২:টার সময় বিদ্যালয় চত্বরের সামনের রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষিকা মনিরা জাহান ২০১৭ সালের ১০ অক্টোবর যোগদানের পর থেকে প্রায় ৩ বছর অর্থাৎ ৭ ৯ ৭ দিন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার পরেও উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী কোন ব্যবস্থা গ নিয়নি ।পরে এলাকার অভিভাবক এবং শিক্ষার্থীদের চাপের মুখে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করে এতেও কোন ব্যবস্থা না নেওয়ায় খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসলে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক বিষয়টি বিভাগীয় শিক্ষা কর্মকর্তার নিকট মৌখিক অভিযোগ করেন । সেই প্রেক্ষিতে বিষয়টি দূতব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। শিক্ষিকা মনিরা জাহানের স্বামী ঢাকায় একটি কলেজে চাকরি করার সুবাদে সেখানে ফ্লাটে বসবাস করলেও আজ পর্যন্ত স্কুলে না আসা সহ কোন তদন্ত কার্যক্রমে হাজির না হওয়া এবং কোন জবাব দাখিল করেনি । বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী তাকে বরখাস্ত করলে মোটা অংকের টাকা দিয়ে চাকরির শেষ দিনে বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বরখাস্ত আদেশ প্রত্যাহার করলেও আজও পর্যন্ত স্কুলে আসে নাই ।যে কারণে অত্র বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের মধ্যে শিক্ষীকা মনিরা জাহান বিদ্যালয় না আসা সহ আরো ১ জন শিক্ষীকা অসুস্থ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে হিমশিম খেতে হচ্ছে ৩ জন শিক্ষকের ।যে কারণে অনুপস্থিত শিক্ষিকা মনিরা জাহানকে দ্রুত বরখাস্ত করে নতুন শিক্ষক পদায়ন করার জোর দাবি জানিয়েছে এলাকার অভিভাবক, সুধী এবং শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি গৌর পদকুণ্ড, অভিভাবক সদস্য শরিফা খাতুন ,অভিভাবক আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম ,তানিয়া সুলতানা প্রমূখ । তবে এ ব্যাপারে উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর নিকট একবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। মানব বন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকার অভিভাবক মহল।