পাকিস্তানের পরিবর্তে ভারতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, ভারত সরকার ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দিচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে আইসিসিকে বিষয়টি জানিয়েছে। এ কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া অংশ নেবে না।
ভারতের তাদের ম্যাচগুলো দুবাইতে খেলতে চাওয়ার দাবি পাকিস্তান না মানলে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিতে পারে আইসিসি। শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার নাম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আলোচনায় থাকলেও সেই সম্ভাবনা এখন আর নেই। এমতাবস্তায়, টুর্নামেন্টটি ভারতে স্থানান্তরিত হতে পারে বলে স্পোর্টস তাক একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে।
পিসিবি আগেই জানিয়েছে, হাইব্রিড মডেলে তারা আসরের আয়োজনে নারাজ। বিসিসিআইয়ের অভ্যন্তরীণ আলোচনার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনও রয়েছে। পাকিস্তান যদি তার অবস্থানে অটল থাকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে; তবে টুর্নামেন্টটি ভারতে স্থানান্তরিত হতে পারে।
পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে পিসিবি এবং আইসিসিকে বেশ কিছু কথা জানিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। পাকিস্তানের সাধারণ মানুষ হয়তো ভারতীয় ক্রিকেটারদের উষ্ণ আতিথেয়তা জানাবে। কিন্তু পাকিস্তানের মাটিতে রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে হামলার উদাহরণও বিসিসিআইয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
স্পোর্টস তাকের দাবি, এমনটা চলতে থাকলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে ভারতে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট। তবে এমনটা হলে ভারতের মাটিতে পাকিস্তান খেলতে আসবে না বলেই ধরে নিচ্ছে আইসিসি। ফলে ভারত-পাকিস্তান মেগা ম্যাচও হবে না। এর জেরে সম্প্রচারকারী সংস্থার লোকসানের অংক আইসিসিকেই মেটাতে হতে পারে।
পিসিবির এক কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে কোনো আপস করা হবে না। যতক্ষণ না ওরা (ভারত) পাকিস্তানে এসে খেলতে চাইবে, কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও।
দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকারের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা। তাই আইসিসির কাছে তারা জানতে চেয়েছে পাকিস্তানে এসে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিসিআই কি শুধু মৌখিকভাবে বলেছে? আর লিখিত দিলে সেটার কপি চেয়েছে নাকভির ক্রিকেট বোর্ড।
এদিকে, বিসিসিআইকে চিঠি দিয়েছে আইসিসি। ভারত কেন পাকিস্তানে যাবে না, সেটির আনুষ্ঠানিক ব্যাখ্যা ভারতীয় বোর্ডের কাছে চেয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। গত ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু এখনও ভেন্যু সংক্রান্ত জটিলতাই সমাধান হয়নি।