পাইকগাছা পৌরসভা মহিলা দলের সদস্য পাখি’র সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটির সদস্য শাহানারা আক্তার পাখি। শাহানারা পৌরসভার ৩ নং ওয়ার্ড সরল গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। ফেসবুক, মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেত্রী হিসেবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর নানা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন শাহানারা আক্তার। তিনি শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শাহানারা আক্তার বলেন আমার পিতা সহ আমার পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। আমার ভাই বাবলু, রেজাউল ও রবিউল পাইকগাছা খুলনা রুটের মোটর শ্রমিক। গাড়ি বহর নিয়ে বিএনপির মিছিল মিটিং এ যাওয়ার জন্য তারা চাকরি হারান। বিএনপি করার অপরাধে আমার স্বামী রিপনের কোম্পানির চাকরি চলে যায়। বিগত সময়ে আমি দুর্যোগ ব্যবস্থাপনা সিপিপি পৌরসভার ৩ নং কমিটির সদস্য ছিলাম। যার ফলে সিপিপির বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হয়। গত ৯ নভেম্বর পাইকগাছা পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আমাকে ৭ নং সদস্য করা হয়। এছাড়া আমি পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকায় আমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এ কারণে মহিলা দলের কমিটি গঠনের পর একটি মহল রাজনৈতিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে সিপিপি কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেত্রী বলে অপপ্রচার করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে আমি কখনো পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সদস্য ছিলাম না। আমি এবং আমার পরিবারের সবাই বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার বন্ধ সহ এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান পৌরসভা মহিলা দলের সদস্য শাহানারা আক্তার পাখি।