কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কামরুল হাসান: কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। “শৃঙ্খলাই জীবন” – এই প্রতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসাপাতালের আয়োজনে এবং অপসোসিন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কলারোয়া ডায়াবেটিস হাসাপাতালের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। কলারোয়া ডায়াবেটিস হাসাপাতালের চিকিৎসক নাঈম ইসলাম ও ম্যানেজার শেখ বদিউজ্জামান বদরুর ব্যবস্থাপনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একজন ডায়াবেটিস রোগী একটি পরিবারের সমস্যা। এই সমস্যার প্রধান সমাধান জীবনের প্রতিটি স্তরে শৃঙ্খলাকে অনুসরণ করা। শৃঙ্খলার মাধ্যমে জীবন ও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তাঁরা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক জি,এস মীর রফিকুল ইসলাম, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম,আনিছুর রহমান, সহকারী অধ্যাপক মহিদুর রহমান, প্রভাষক খান মোঃ মহিতুল ইসলাম শাকিক, মজুমদার পলাশ, সুজনের কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক কৃতী ফুটবলার রবিউল ইসলাম, আক্তারুল, জাহিদ, মুজিবুর রহমান, কাজী খোকন, মাসুম বিল্লাহ, স্টাফ নুরজাহান বেগম, অপসোনিন লিমিটেডের প্রতিনিধি রকিব হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।