আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের সেবায় বিএনপির ‘চক্ষু সেবা ক্যাম্প’
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এবং নিম্নবিত্ত মানুষকে বিনামূল্যে চোখের সেবা দিতে ‘চক্ষু সেবা ক্যাম্প’ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের রাজউক মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ক্যাম্প চালু করা হয়েছে।জানা গেছে, আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের সুচিকিৎসা নিশ্চিতে বিনামূল্যে চোখ পরীক্ষা করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহও করা হয়। ‘চক্ষু সেবা ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আওয়াল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা জামান মোল্লা, সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।