একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী ও সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুর মায়ের মৃত্যুতে এবং পরিবারের সকল মৃত ব্যেক্তিদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের রাধানগরে মশিউর রহমান বাবুর বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে, এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী মরহুম মর্জিনা বেগম ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে মর্জিনা বেগম এমপি হবিকে সক্রিয় সহযোগিতা করেছেন।আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুজ্জামান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নাগরিক নেতা নুরুল হক প্রমুখ।অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।