আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গোলটেবিল বৈঠক
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন অভ্যান্তরিন মাইগ্রেশান/পুনর্বাসন ইস্যু বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কারিতাস খুলনা অঞ্চল খুলনা ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অভ্যান্তরিন মাইগ্রেড এর কারণ, পরিনতি, সমস্যা ও সমাধানে করনীয়তা বিষয়ে কীবোর্ড স্পীকার হিসাবে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর এ্যাসিস্ট্যান্ড প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন, কারিতাস এর মিহির কুমার সরকার ও ডিজিস্টার ম্যানেজমেন্ট পিওডিএম সুমন কুমার মালাকার। প্রকল্পের কো-অর্ডিনেটর ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের এসও মোমেন আলী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, ইউপি সদস্য সোহরাব হোসেন, ব্র্যাকের শহিদুল ইসলাম, সাংবাদিক মাসুম বিল্লাহ, শিক্ষক আবুল কালাম, রূপান্তরের হাফিজুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক রিয়াছাত আলী।