বুধবার হোয়াইট হাউসে বাইডেনের সাথে দেখা করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:আগামী বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে জো বাইডেনের সাথে দেখা করবেন বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন যে বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প স্থানীয় সময় সকাল ১১ টায় দেখা করবেন। বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।এছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও হোয়াইট হাউসের বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এটি কখন হতে পারে তা স্পষ্ট নয়।ফলাফল নিশ্চিতের পরই, বিজয়ীকে ফোনালাপে অভিনন্দন জানান বাইডেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনায় আমন্ত্রণ জানান হোয়াইট হাউসে। রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি।উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নতুন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন বিদায়ী প্রেসিডেন্ট।