আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা
ডেস্ক রিপোর্ট:শহিদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সরেজমিনে দেখা যায়, আধঘন্টা পরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।এদিকে সন্দেহজনক কয়েকজনকে বিএনপির নেতাকর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাদের থানায় নিয়ে গেছে পুলিশ।বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া বিজিবির গাড়ি টহল দিচ্ছে।অন্যদিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও তার পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ ছাড়া জিরো পয়েন্টে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।শহিদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর প্রতিবাদে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে জিরো পয়েন্ট এলাকা দখলে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।