৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে কড়া প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশের জন্য রিভিউ মিটিংয়ে ডাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকে কড়া প্রশ্নের মুখে পড়েন টিম ইন্ডিয়ার কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার টেস্ট সিরিজ হারের ধাক্কা সামলানোর কোনো রাস্তাই খুঁজে পায়নি ভারতীয় দল। নিজেদের দেশে প্রথমবার অন্তত তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়তে হয়।
কিউইরা ঘরের মাঠে ভারতের টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের ধারার সমাপ্তি রেখা টেনে দেয়। হোম সিরিজে বিধ্বস্ত হয়ে রোহিত শর্মার দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তাও এখন বেশ কঠিন। দলটির টানা তৃতীয়বার আসরের ফাইনাল খেলা আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির পারফরম্যান্সের উপর নির্ভর করছে। এই সিরিজে খারাপ খেললেই ফাইনালের আশা জলাঞ্জলি দিতে হবে।
ব্ল্যাক ক্যাপসদের কাছে ধরাশায়ী হওয়ার পরই বিসিসিআই ইঙ্গিত দিয়েছিল, এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য হতে যাচ্ছে ময়নাতদন্ত। বর্ডার-গাভাস্কার ট্রফিতে যাতে এমন ভরাডুবির মুখে না পড়তে হয়, তাই অস্ট্রেলিয়া সফরের আগেই বিসিসিআই রিভিউ মিটিং আয়োজন করে।
বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, নির্বচক প্রধান অজিত আগারকার ও হেড কোচ গৌতম গম্ভীর। বিসিসিআই সচিব জয় শাহ ও বোর্ড সভাপতি রজার বিনি সঙ্গত কারণেই অনলাইনে বৈঠকে যোগ দেওয়া ভারতের হেড কোচকে জবাবদিহিতার মুখে ফেলেন। অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে।
জানা গেছে, গম্ভীর তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের দুটি সিদ্ধান্তে নারাজ বিসিসিআই। প্রথমত, পুনের স্পিনঘূর্ণি পিচে ভারত পর্যুদস্ত হওয়ার পরও কেন মুম্বাইয়ে স্পিনিং ট্র্যাক বানানোর নির্দেশ দেন গম্ভীর। দ্বিতীয়ত, জোড়া টেস্ট হেরে হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট মুম্বাইয়ের তৃতীয় টেস্টে কেন জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়।
বিসিসিআইয়ের একটি সূত্র গণমাধ্যমকে বলেন, ‘৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। এমন ভরাডুবির পরে যা প্রত্যাশিত ছিল। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় কঠিন সিরিজ খেলতে যাচ্ছে। বিসিসিআই এটা নিশ্চিত হতে চায় যে, অস্ট্রেলিয়া সফরে যেন দল ছন্দে ফিরে আসে। বোর্ড এটা জানতে চায় যে, টিম ইন্ডিয়ার থিংক ট্যাংক এই বিষয়ে কী ভাবছে।’
‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে মুম্বাইয়ে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়। স্পিনঘূর্ণি পিচে ভারত ব্যর্থ হওয়ার পরেও শেষ টেস্টে একই ধরণের পিচে খেলার সিদ্ধান্ত নিয়েও বৈঠকে আলোচনা হয়েছিল।’
বোর্ডার-গাভাস্কার সিরিজ ২২ নভেম্বর থেকে শুরু হবে। সিরিজটি খেলতে রোববার ও সোমবার দুই দলে ভাগ হয়ে ভারতের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাবেন।