জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম আমানুউল্লাহকে হত্যার হুমকি ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক গোলাম মোস্তফা, উত্ত কুমার, আশরাফুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, মিহির কুমার মন্ডল, গ্যেতম কুমার মজুমদার, আব্দুল হাকিম, জুতিকাসহ অন্যান্যরা।বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম আমানুউল্লাহ দায়িত্ব গ্রহনের পর থেকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহন করা করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য বেসরকারী কলেজ অনার্স মাষ্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরন, বিগত সময়ের দূর্নীতির শে^তপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহন এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ^দ্যিালয়ের সার্বিক উন্নয়নে তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলো ইতিমধ্যে যার সুফল পেতে শুরু করেছে। ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত করা চেষ্টা করছে। এরই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বক্তারা এসময় তার হত্যার হুমকি ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।##