কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কামরুল হাসান:কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।বৃহস্পতিবার (৭নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি হাবিবের বাসভবন চত্বরে সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন।
সভাশেষে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হওয়ায় সুস্থতার জন্য বিশেষ দোয়া ও অপরদিকে বুধবার রাতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সহধর্মিণী ইন্তেকাল করায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জান্নাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী কামরুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, গোলাম রসুল, মহিলা দলের রাশিদা আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পৌর যুবদল আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা বি এম পলাশ, আবু জাফর, সাবেক ছাত্রদল নেতা খালিদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান রঞ্জু, এসএম আরিফুল আনম রিপন, রাজু প্রমুখ।এসময় বিএনপি নেতা ইয়াছিন আলি, শওকত হোসেন, যুবদল নেতা খোকন, সহিদুল ইসলাম, আলতাফ হোসেন, রিংকু, কৃষক দল নেতা মোতাহার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, চঞ্চল, প্রভাষক আব্দুস সালাম দিলু, মুছা কারিম, ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল আহমেদ সাজু, জি এম সোহেল, আবির, আলি হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সভাস্থল থেকে র্যালি বের হয়ে কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাবেক এমপি হাবিবের বাসভবনের গেটের সামনে এসে শেষ হয়।