আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সময় আজ বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বুধবার ফোন করে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান জো বাইডেন।এ সময় বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। পরে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় শ বছর আগের এক ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ১৮৮৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর ক্ষমতায় থাকার পর পরাজিত হন।
ঠিক চার বছর পর ১৮৯২ সালে আবার প্রেসিডেন্ট হন তিনি। ট্রাম্পও ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন। পরে ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হারেন তিনি। তারপর ২০২৪ সালের নির্বাচনে জিতলেন তিনি। একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।