তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Post Views:
১৯৫
তালা প্রতিনিধি :সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে তালা উপজেলার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, যুবদল নেতা ফারুক হোসেন জোয়ার্দ্দার, সৈয়দ আজম, লাভলুর রহমান, কামাল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহমেদ, এমএ ফয়সাল, সেলিম হায়দার, রোকনুজ্জামান টিপু, মোঃ শফিকুল ইসলাম, জিএম খলিলুর রহমান লিথু,তাপস সরকার, শিরিনা খাতুন প্রমুখ।উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সদরের ভাদড়া-বাউকোলা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে ঢাকার নারায়ণগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।