জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া জয়ের পর সাদা বাড়িতে তার যাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
জানা গেছে, নির্বাচনে ইলেক্টোরাল ভোটে ২৪৬টি ভোট পেয়ে জয়ের অনেকটা কাছাকাছি চলে গেছেন ট্রাম্প।। দোদুল্যমান রাজ্যের ভোট গণনাতেও ট্রাম্পের শক্তিশালী অবস্থান ফুটে উঠেছে। এছাড়া যেসব অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা বাকি আছে সেগুলোর বেশিরভাগেই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। পাশাপাশি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদেও এগিয়ে।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সর্বশেষ পূর্বাভাসে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস আরও বলছে, ট্রাম্প ৩০১টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।
ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।