জয়ের আশায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাজে পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। প্রথমবার আফগানদের হোম সিরিজের অংশ হচ্ছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের জন্য আরামদায়ক ফরম্যাট হলেও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান সবসময়ই কঠিন। আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ৬টিতে টাইগাররা হেরেছে। তারপরও নির্ভার থাকার কোনো উপায় নেই।সাকিব আল হাসানকে না পাওয়া, লিটন দাসের ইনজুরি, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া, নাহিদ রানা এবং নাসুম আহমেদের ভিসা জটিলতা বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে ফেলবে। অপরদিকে, অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারের নিয়ে সিরিজে সুস্পষ্ট ফেভারিট আফানিস্তান। এ বছর তিনটি দ্বিপাক্ষিক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দুটিতে জয় পেয়েছে আফগানরা। শ্রীলংকা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয়। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। এ বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় মনে করেন এই ফরম্যাটে মানসিকভাবে চাঙা থাকবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা এই ফরম্যাটে সত্যিই ভালো খেলি। আশা করি আমরা এই সিরিজে ভাল শুরু করতে পারবো। আসলে আমাদের শুরুটা ভালো হতে হবে। আমরা যদি নিজদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি আমি মনে করি আমরা সিরিজ জিততে পারবো।তবে বাংলাদেশের চিন্তার কারন আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার ভয়ংকর রেকর্ড আছে। ফারুকির সামনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের অসহায়ত্ব কয়েকবারই ফুটে উঠেছে। এবার তার সামনে টাইগাররা কেমন পারফরম্যান্স করে, সেটিই দেখার বিষয়।এছাড়াও বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার ইতিহাস তো আছেই। কালকের ম্যাচেও যে সেটি হবে না, তা বলার অবকাশ নেই। টপ-অর্ডারকে শক্তিশালী করতে ১৩ মাস পর বাংলাদেশ ওয়ানডে দলে ডাকা হয়েছে তরুণ ব্যাটার জাকির হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে ভালো করতে চাইলে টপ অর্ডার ব্যাটারদের ভালো শুরু করা জরুরি বলে তিনি মনে করেন।জাকিরের ভাষ্য, ‘আমরা দল হিসেবে খেলতে চাই। আমি জানি আফগানিস্তানের বিপক্ষে ভালো করতে হলে টপ অর্ডার ব্যাটারদের থেকে ভালো শুরু প্রয়োজন।পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং শেষ চার টেস্টে হারের কারণ ছিল ।তবে আফগানদের বিপক্ষে সিরিজটি ওয়ানডে ফরম্যাটের হওয়ায় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করেন জাকির। তার মন্তব্য ‘এটা সত্য যে আমরা ভালো শুরু করতে পারছি না। টেস্ট ফরম্যাটে আমাদের ওপেনাররা ভালো করতে পারেনি। পরাজয়ের এটাই মূল কারণ।‘কিন্তু আরেকটি সিরিজ আসছে এবং সেটি হচ্ছে ওয়ানডে ফরম্যাট। এটি এমন ফরম্যাট যেখানে আমরা সবসময় ভালো খেলি। আশা করি আমাদের প্রত্যাশা অনুযায়ী সবকিছু হবে।