আশাশুনির গুনাকরকাটিতে স্বাস্থ্যবিধি বিষয়ক র ্যালী ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে স্বাস্থ্যবিধি বিষয়ক র ্যালী, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওয়াটার এইডের সহায়তায় রূপান্তর প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূরুল ইসলাম। সহকারী অধ্যাপক রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, ওয়াটার এইডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেভিন চাকমা, প্রজেক্ট ম্যানেজার এমরান হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকল ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে মাদ্রাসার আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য সামগ্রী প্রদান ও র ্যালী এবং ওয়াশ ব্লক ও রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদেরকে সাবান ও স্যানেটারী নেপকিন প্রদান করা হয়।