শ্রমিকলীগ নেতার মদদপুষ্ট রসুলপুরের মজনু বেপরোয়া : নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিনিধি: শ্রমিকলীগ নেতা ইনছুর আলীর মদদপুষ্ট রসুলপুরের মজনু আবারো বেপরোয়া হয়ে উঠেছে। একসময়ে শ্রমিকলীগ নেতরা মদদে ও কতিপয় পথভ্রষ্ঠ পুলিশ লীগের ছত্রছায়ায় ভূমি দখল, চাঁদাবাজিসহ নানান ভাবে মানুষকে হয়রানি আসছিলো এই মজনু বাহিনী। তবে ৫ আস্ট আওয়ামীলীগের পতনের পর আওয়ামীলীগ নেতারা পালিয়ে গেলে মজনু বাহিনীও নিস্ক্রিয় ছিল কিছু দিন। কিন্তু নতুন রুপে নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে আগের পেশায় লিপ্ত হয়েছে। মজুন। সম্প্রতি রসুলপুরে প্রবাসী শফিকুল ইসলামের ক্রয়কৃত ২ কাঠা জমি ভবন নির্মান শুরু করলে চাঁদা দাবি করে মজনু বাহিনী। দাবি মোতাবেক চাঁদার টাকা না দেওয়ায় ভাড়াটিয়া বাহিনীর সদস্যদের নিয়ে গত ২ নভেম্বর সকাল ১১টার দিকে ৪/৫টা মোটর বাইকে ১০-১২ জনের একটি গ্রæপ নির্মাণাধীন শ্রমিক দের কাজ বন্ধ করতে বলে পাশাপাশি কেয়ারটেকার সাইফুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে সাইফুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মজনু বাহিনীর নামে একটি মামলা করে। মামলা করে ফেরার পথে রসুলপুর মন্দির এর কাছে পৌছালে মজনু বাহিনী তার দলবলসহ এসে অতর্কিত হামলা করে সাইফুল ইসলামের উপর। এছাড়া বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা এবং ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।