ইসলামী মহাসম্মেলনে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান

অনলাইন ডেস্ক:

তাবলীগ, কওমি মাদরাসা ও দ্বীন রক্ষার লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই লাখ লাখ মানুষের ঢল নামে। এরইমধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক এ উদ্যানটি।

মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মানুষের চাপে আলোচনা শুরু হয় ভোর ছয়টার পর থেকেই। উলামা মাশায়েখ বাংলাদেশ (জুবায়ের গ্রুপ ) এর উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সম্মেলনটি দুপুর ১টা পর্যন্ত চলবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

মহাসম্মেলনের আহ্বান জানানো বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন- আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা জাফর আহমাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আব্দুল আউয়াল।

এছাড়া রয়েছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা মামুনুল হক, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আব্দুল হক, মাওলানা ইউনুস, মাওলানা নুরুল হক, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আনাস, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী ও মাওলানা ইসমাইল নূরপুরী।

এখন পর্যন্ত এই মহাসম্মেলনে এক লাখ ২০ হাজারের বেশি লোক ছাড়িয়ে গেছে। সম্মেলনস্থলে লোকজন পরিপূর্ণ হয়ে গেছে। শাহবাগ থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোক সমাগম রয়েছে। এর আশেপাশের রাস্তাও সম্পূর্ণ লোকে পরিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অতিরিক্ত লোকসমাগমের কারণে শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে অন্যান্য সদস্যও মোতায়েন রয়েছে। তবে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ফজরের নামাজের পরপরই রাজধানী অভিমুখে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। সূর্য আলো ছড়ানোর আগেই ভরে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন মানুষজন।

গতকাল শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)