বাংলাদেশের ৩০ হলে ‘স্ত্রী ২’
বিনোদন ডেস্ক:
শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ বলিউডের সকল হিসাব-নিকাশ ওলট-পালট করে দিয়েছে। এই সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ আছে। সেখান থেকে সিনেমাটি দেশে মুক্তি নিয়ে ভালোই সাড়া পড়েছিলো।
যদিও সেটি কর্পূরের মতো উবে গেলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায়। ২৫ অক্টোবর ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি ব্যর্থ হয়েছে আমদানি প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। অবশেষে ১ নভেম্বর সেটি তড়িঘড়ি করে বাংলাদেশে ৩০টি হলে মুক্তি পায়।
আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান জানান, শুক্রবার (১ নভেম্বর) থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। গত সপ্তাহে মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সম্ভব হয়নি।
১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার ‘স্ত্রী ২’। এতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। তারই সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে বক্সঅফিস কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছে শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত ৬০ কোটি রুপির এই ছবি!
অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনও মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।
এদিকে সাফটা চুক্তিতে আমদানি করা এই ছবির বিনিময়ে ভারতে গেছে চয়নিকা চৌধুরীর নির্মাণে মাহফুজ আহমেদ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’। যদিও এই ছবিটি ভারতে ঠিক কবে, কখন, কোথায়, কতোগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটি জানা যায়নি