কলারোয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কামরুল হাসান: সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কলারোয়ায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপজেলায় সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছাস্মারক হিসেবে ৫টি প্রতিষ্ঠানের ৫জনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী উপজেলা বিআরডিবি’র সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উৎপাদনমুখী সমবায় সমিতি ঝিকরার সীমান্ত বহুমুখি সমবায় সমিতির পক্ষে সহ.সভাপতি শেখ সবুজ হোসেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওয়াটার ইনোভেশন সমবায় সমিতি পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষে সভাপতি শহীদুল ইসলাম, সামাজিক কার্যক্রমে (শিশু শিক্ষা) অবদানে কাজিরহাটের আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ এবং ক্ষুদ্র ঋণ পরিচালনায় অবদানে আগামি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আর এম ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান (সঞ্জু), যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তবিবুর রহমান, মনোয়ারা বেগম, পারুল বেগম, সুমা মন্ডল, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শরিফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।