সাতক্ষীরায় নদী থেকে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নদী থেকে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বালু ব্যবসায়ীরা। বালু শ্রমিকদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বালু শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, বালু ব্যবসায়ী সুমন সরদার, মমিনুল হক, আব্দুল গণি, রজব আলীসহ অন্যরা।বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত ইছামতী নদীর চর থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। প্রতিবছর আমাদের কাছ থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্বও পেয়ে থাকেন। দেবহাটা-কালিগঞ্জের বহু মানুষ এই পেশায় নিয়োজিত। এতে অনেক শ্রমিকের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়ন মূলক কাজ, বেড়ীবাঁধ নির্মাণ, সরকারী অবকাঠামো নির্মানসহ জেলার বিভিন্ন স্থানের সড়ক তৈরীতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু ব্যবহার করা হয়েছে। কিন্তু গত ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়ায় প্রায় শতাধিক বালু শ্রমিক দারুন সংকটে পড়েছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। বক্তারা এসময় অবিলম্বে বালু উত্তোলনের সুযোগ সৃষ্টির জোর দাবি জানান। পরে তারা বালু উত্তোলনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।