সাতক্ষীরার তিন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা

নিজস্ব   প্রতিনিধি : মামলার সাক্ষীরা ঘটনা সম্পর্কে কিছুই জানেনা, প্রতিবেশীরাও কিছু বলতে পারেনা। অথচ চাঁদাবাজি লুটপাট ও অপহরণের কথিত অভিযোগে সাতক্ষীরার তিনপত্রিকা সম্পাদকের বিরুদ্ধে একটি গায়েবী মামলা দায়ের করা হয়েছে । সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা মোটর শ্রমিক নেতা মজনু সরদার বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন । এই গায়েবী মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত  দৈনিক সাত নদী পত্রিকা সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আবু আহমেদ ও সমাজের আলো পত্রিকার সম্পাদক ইয়ারব হোসেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিনিয়ত মিথ্যা মামলা থেকে বিরত থাকার আহ্বান ও প্রাথমিক তদন্ত ছাড়া মামলা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারপরও তিন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ায় পেশাদার সাংবাদিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে । অনেকেই প্রশ্ন তুলেছে, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে ।          মামলার বাদী সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা মটর শ্রমিক নেতা মজনু সর্দার এজাহারে উল্লেখ করেছেন, গত৭ মার্চ রাত ৯ টার দিকে সাতক্ষীরার তিন পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ,ইয়ার হোসেন ,আবু আহমেদ ও ঢাকা শহরের লালমাটিয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলমসহ অজ্ঞাত কয়েকজন আসামী একটি মাইক্রোবাস যোগে তার বাড়ির সামনে পৌঁছায়। এ সময় তারা বাদীর বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে ৬০ হাজার টাকা লুট করে । বাকি ৪ লক্ষ ৪০ হাজার টাকা চাঁদার দাবিতে বাদী মজনু সদ্দার কে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় । এরপর শহরের বাইপাস রোডে তাকে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায় ।এদিকে  মামলার প্রধান সাক্ষী শহরের পলাশপল মধু মোল্লা ডাঙ্গী এলাকার জিয়াউর রহমান মিশন ও মধ্য কাঠিয়ার আব্দুর রাজ্জাক জানান, এই চাঁদাবাজি মামলার ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেনা ।  কোন উদ্দেশ্যে তিন সম্পাদকের নামে এই গায়েবী মামলা দায়ের করা হলো তা এখনো ধোঁয়াশা রয়ে গেছে । তবে খোঁজ নিয়ে জানা গেছে, রসুলপুরের মটর শ্রমিক মজনু সর্দার সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের একনিষ্ঠ কর্মী ছিলেন । রাজনৈতিক পট পরিবর্তনের পর মজনু সর্দার বিএনপির সেন্টারে চলে গেছে । তাকে ব্যবহার করে এই গায়েবী মামলা দায়ের করা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছে । সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  শফিকুর রহমান জানান, সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)