সাতক্ষীরায় যক্ষা পরিসেবা শীর্ষক এ্যাডভোকেসী কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যক্ষ¥া রোগীদের অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ ও অন্তর্ভুক্তিমূলক য²া পরিসেবা শীর্ষক এ্যাডভোকেসী কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় সোনারগাঁ কনভেনশান হলরুমে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ ইসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস সাতক্ষীরা ও ব্রাক য²া নিয়ন্ত্রণ কর্মসূচী সাতক্ষীরা সদর উপজেলার ম্যানেজার সোহেল রানা। এছাড়া এনজিও প্রধানগন, বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের সাংকাদিকবৃন্দ, পল্লী চিকিৎসকগন, ব্রাকের স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং কয়েকজন য²া আক্রান্ত রোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে য²া কি, য²া রোগের ধরন, য²া রোগ কিভাবে ছড়ায়, য²া রোগে কারা আক্রান্ত হয়, য²া রোগের লক্ষণ, য²া রোগীদের সামাজিক কলঙ্ক ও জেন্ডার বৈষম্য, য²া রোগীদের অধিকার, য²া রোগের চিকিৎসা পদ্ধতি, য²া রোগের চিকিৎসা পাওয়ার স্থানসমুহ, জাতীয় আইন, নীতিমালা ও সুপারিশ বিষয় উপস্থাপন করেন বিশেষ অতিথি ডাঃ ইসমত জাহান সুমনা।প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জয়ন্ত সরকার বলেন, সকল য²া রোগীদের রয়েছে সমান অধিকার এবং য²া রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য করা যাবে না। তিনি তার বক্তব্যে য²া রোগীদের সামাজিক কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্য কর্মীদের সমাজের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে এবং কোন ধরনের কলঙ্কের শিকার যেন না হয় সে বিষয়টি দূর করার জন্য কাজ করতে হবে।