বিএডিসির প্রধান প্রকৌশলীর ডুমুরিয়া জলাবদ্ধ এলাকায় সেচ পাম্প বসানো স্থান পরিদর্শন
ডুমুরিয়া প্রতিনিধি:বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি ক্ষুদ্র সেচ) এর প্রধান প্রকৌশলী মোঃ বদিউল আলম সরকার ডুমুরিয়ার জলাবব্ধ এলাকার পানি নিস্কাশনে সেচ পাম্প বসানো স্থান পরির্দশন করেন। শনিবার দিনব্যাপী তিনি শিংঙ্গা বিল, ডুমুরিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন গোলনা কালভার্ট, তাওয়ালিয়ার বিল, জোয়ারের বিল এলাকার জলাবদ্ধ এলাকা এবং সেচ পাম্প বসানো ৫ টি স্থান পরিদর্শন করেন। এসময় তিনি আশা প্রকাশ করেন অতি দ্রুত ১০ টি সেচ পাম্প এ সব স্থানে বসানো হবে। আসন্ন বোরো মৌসুমে কৃষক যাতে ধান চাষ করতে পারে সে লক্ষে এ পাম্প বসানোর কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া আরও পাম্প বসানোর পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের কথা চিন্তা করে সকল দপ্তরকে একযোগে কাজ করে ডুমুরিয়ার আশু সংকট স্থায়ী জলাবদ্ধতা দুর করতে হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, যশোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ মাজাহারুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদার হোসেন, খুলনার বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ হাফিজ ফারুক, বিএনপি নেতা খান শফিকুল ইসলাম, ঠিকাদার হাসান খান, ঠিকাদার শওকত হোসেন, ঠিকাদার খান রকিব, গ্রুপ ম্যানেজার শেখ আব্দুল মান্নান, গ্রুপ ম্যানেজার নজরুল সরদার, সাংবাদিক সোহেল গাজী, সরোয়ার হোসেন, জামায়াত নেতা খান আবদুল গনি, কালাম খান, আসলাম খান, আনিস শেখ, পারভেজ হোসেন, রিপন হালদার, স্বপন খান, বাবু খান, লাবলু সরদার প্রমুখ।