জিয়াউর রহমানের সমাধিতে ড. ওসমানের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট:বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জানা গেছে, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন ওসমান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ২০০০-২৫০০ নেতাকর্মী।এর আগে দীর্ঘ আট বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।ড. ওসমান ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) যাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর তিনি নিজ এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।