তালায় দুধে অপদ্রব্য মিশ্রণ করায় ১মাসের জেল ও জরিমানা
জহর হাসান সাগর : দুধে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১ (এক) জনকে বিশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের কারাদন্ড এবং বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করেছে র্যাব-৬। রবিবার রাত ১০টা সময় সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সাতক্ষীরা, অফিসার ইনচার্জ সাতক্ষীরার সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অবৈধভাবে দুধে অপদ্রব্য ক্যামিকেল মিশ্রণ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় একটি মামলা করা হয় আসামী অসাধু ব্যবসায়ী বিপুল কুমার ঘোষ (৩৬), পিতা- মুকুন্দ মোহন ঘোষ, ’কে (বিশ হাজার) টাকা সহ ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । এ সময়ে ৩০০ কেজি অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করা হয়। এবং দুধে মিশ্রণ করার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করেন।ভ্রাম্যমান আদালত সাজাপ্রাপ্ত আসামীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত দুধ ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।