সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
আশিক এলাহী :
কালীগঞ্জের কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বের করে দিয়েছে। গত ২৫ আগস্ট প্রধান শিক্ষক মো: হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে ছিলো শিক্ষার্থীরা। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করতেন বলে অভিযোগ ছিলো । স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নেয়া,সেশন ফি,প্রশ্ন ফি,ফরম ফিলাপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মারধর করা এবং তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে,সবসময় হুমকি দেয়া ও মেয়েদের কমন রুমে সিসি ক্যামেরা স্থাপন করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানব-বন্ধন করেছে । এরপরে প্রধান শিক্ষক হযরত আলী জোরপূর্বক বিদ্যালয়ে যান। রোববার বেলা বারোটার দিকে শিক্ষার্থীরা এক হয়ে তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে বিদ্যালয়ের কক্ষে আটকে রাখে । খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে এলাকাবাসীরা দীর্ঘদিন বিভিন্ন অভিযোগ করে আসছে।
Please follow and like us: