কলারোয়ায় বেহাল রাস্তা সংস্কার কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী
Post Views:
২৭২
কামরুল হাসানঃ কলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নে জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়লা ইউনিয়ন শাখা। শুক্রবার(১৮ অক্টোবর) সকালে কয়লার বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু। এ সময় উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বীল কর্মী ও সমার্থকমন্ডলী। রাস্তা সংস্কারের এই মহৎ উদ্যোগের কথা জানতে চাইলে জামায়াত নেতা অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু বলেন, ইসলামি আন্দোলনের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। জনগনের জীবন ধারণে সাময়িক যে অসুবিধাগুলি লক্ষ্য করছি সেটি মানবিকতার দৃষ্টিতে সাধ্যমত চেষ্টা করবো লাঘব করতে। এই জন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, কয়লা ইউনিয়নের বিভিন্ন বেহাল রাস্তা চলাচলের উপযোগী করতে ধারাবাহিকভাবে এই সংস্কার কাজ চলমান থাকবে বলে জানা যায়।