পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা
আব্দুল্লাহ আল মামুন: পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসের হলরুমে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দ। উক্ত সভায় পরিবেশ রক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পাটের শপিং ব্যাগ ব্যবহার করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
Please follow and like us: